0১. উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা (উপজেলা নির্দেশিকা) সরবরাহ
0২. ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকা (ইউনিয়ন সহায়িকা) সরবরাহ
0৩. মৃত্তিকা পরীক্ষা ফলাফল ও উপজেলা নির্দেশিকার তথ্যের ভিত্তিতে ফসলের সার সুপারিশ প্রদান।
0৪. পানি ও মাটির লবণাক্ততা পরিবীক্ষণ রিপোর্ট সরবরাহ।
0৫. সমস্যাক্লিষ্ট মৃত্তিকা ব্যবস্থাপনা।
0৬. প্রকাশিত আইটেম যেমন-ইউনিয়ন সুপারিশ সার ফেস্টুন, লিফলেট, পোস্টার, ডকুমেন্টরি, বুকলেট ইত্যাদি সরবরাহ।
0৭. প্রশিক্ষণ কার্যক্রম:
(ক) বিভিন্ন মেয়াদে সম্প্রসারণ কর্মী ও কৃষক প্রশিক্ষণ।
(খ) কৃষি উন্নয়নের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান।
0৮. কৃষক সেবা:
(ক) ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে মাটির নমুনা বিশ্লেষণ করে ফসল/ফসল বিন্যাস ভিত্তিক সার সুপারিশ প্রদান।*
(খ) মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাবলী বিশ্লেষণ করে মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ।
(গ) স্থায়ী গবেষণাগারে মাটির নমুনা বিশ্লেষণ ও সার সুপারিশ কার্ড প্রদান।**
0৯. অনলাইন(www.frs-bd.com) এবং অফলাইনের মাধ্যমে সার সুপারিশ ।
কৃষকের মাটির নমুনা বিশ্লেষণঃ
*ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে নির্ধারিত উপজেলায় নির্ধারিত সময়সূচী অনুযায়ী উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে মৃত্তিকা নমুনা গ্রহন/সংগ্রহ করে প্রতি নমুনা ২৫ টাকা হারে নগদ গ্রহণ সাপেক্ষে মাটির নমুনা বিশ্লেষণ করে ৩ কার্যদিবসের মধ্যে ফসল/ফসল বিন্যাস ভিত্তিক সার সুপারিশ কার্ড প্রণয়ন ও বিতরণ করা হয়।
**প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কার্যালয়, ভোলা বরাবর আবেদনসহ নমুনা প্রাপ্তি→ ধার্য্যকৃত মূল্য (ওয়েব*www.srdi.gov.bd) নগদ/চালানের মাধ্যমে পরিশোধ →নমুনা বিভাগীয় গবেষণাগার, গনপাড়া, কাশিপুর, বরিশাল এ প্রেরণ→ নমুনা বিশ্লেষণ→ সার সুপারিশসহ ফলাফল বিভাগীয় গবেষণাগার, গনপাড়া, কাশিপুর, বরিশাল হতে সংগ্রহ → সার সুপারিশসহ ফলাফল প্রদান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস